বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট – দেশজুড়ে সংবাদ নারায়ণগঞ্জ রুপগঞ্জ ছাত্রলীগের সাত নেতা গ্রেপ্তার দৈনিক বাংলাদেশ দিগন্ত ও ইযহান গ্রাফিক্সের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত – দেশজুড়ে সংবাদ       ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক তৌফিকুল মহাসচিব সোহাগ মহাজন নারায়ণগঞ্জে হাসনাত আব্দুল্লাহ— সংস্কারের পক্ষদের নিয়ে জোট হতে পারে শিবিরের উদ্যোগে শাবির আবাসিক হলে পানির ফিল্টার স্থাপন- দেশজুড়ে সংবাদ রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম -এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ  নারায়ণগঞ্জ রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ- স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত- গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন-আনিসুল হকের গণসংযোগে জনতার ঢল- দেশজুড়ে সংবাদ

ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল : ওয়াল স্ট্রিট জার্নাল

অনলাইন ডেস্ক / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ সমাপ্তি করতে চাইছে ইসরায়েল এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির ও আরব অঞ্চলের একাধিক কর্মকর্তা।

ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন তারা।

ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগামী কয়েক দিনের মধ্যে ইরানে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে চালানো সামরিক অভিযান শেষ করার আশা করছে। এরপরই যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হতে পারে।

আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান দ্রুত শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

এক ইসরায়েলি কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, হামলা বন্ধ করতে হলে তা হবে পারস্পরিক ভিত্তিতে—উভয় পক্ষকেই তা মেনে নিতে হবে।

ইসরায়েলি এক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে।তিনি আরো বলেন, এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের ওপর নয়, বরং ইরানের ওপর নির্ভর করছে। আমরা চাইলে এখনই শেষ করতে পারি। সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয়, তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে।

চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে।প্রথমত, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে, তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে।
দ্বিতীয়ত, উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে। যদিও ইসরায়েল এটিকে কম গ্রহণযোগ্য হিসেবে মনে করে।

এদিকে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে এমন কোন প্রতিক্রিয়া না দেখাতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপের নেতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..