ছাত্র-জনতার ভূয়সী উদ্যোগে বন্দরে ইউএনও এবং ওসির শান্তিপূর্ণ সমাধানে নিষ্পত্তি হলো নৌকার টোল
নিজস্ব প্রতিনিধি : আমরা বন্দরবাসী,ছাত্র-জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্দর উপজেলার পক্ষ থেকে বন্দর সেন্ট্রাল খেয়া ঘাটে নৌকার যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ২টাকা টোল আদায় ও বিভিন্ন সেক্টরে অরাজকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে বন্দর ১ নং খেয়া ঘাটে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিলে উক্ত বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর তত্ত্বাবধানে শুক্রবার ৪ জুলাই বন্দর উপজেলা পরিষদের ককনফারেন্স রুমে বন্দর ঘাট ইজারাদার দিদার খন্দকার, বন্দর সিএনজি স্ট্যান্ড এর মালিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক ডালিম সিকদার, বন্দর সিএনজি স্ট্যান্ড শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুন্নী সরদার,রিদয় ভুইয়া সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বন্দর ঘাটের মাঝি ও বিভিন্ন পেশাজীবিদের উপস্থিতিতে খেয়া ঘাটে নৌকার ভাড়া,টোল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়।
যার মধ্যে বন্দর ঘাটের ট্রলার পারাপারে আগের মতো ২ টাকা টোল দিতে হবে এবং নৌকা পারাপারে কোনো টোল দিতে হবে না। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের টোল ফ্রি সেক্ষেত্রে আইডি কার্ড আর ইউনিফর্ম বাধ্যতামূলক। নৌকা রিজার্ভ ভাড়া ৫০ টাকা,
নৌকায় নরমাল ভাড়া ৫ টাকা আর ১৫ জনের বেশি নেয়া যাবে না। বন্দর বাজারের সামনে থেকে ঘাট পর্যন্ত অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...